Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নারী উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রম  মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন ময়মনসিংহ জেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার নিয়ন্ত্রাধীনে ১৩ টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।  জেলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গার্মেন্টস, সেলাই/ত্রমব্রয়ডারী, বিউটিফিকেশন, মোমবাতি ও  কাগজের ঠোংগা তৈরী প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করা হয়। VWB কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নিচে অবসহানকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ দুঃসহ গ্রামীন প্রশিক্ষণ ও আয়বর্ধন কর্মসূচীতে মহিলাদের জড়িত করণ। এই কর্মসূচীর অধীনে VWB কার্ডধারী মহিলাকে (ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।  (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়।(গ) VWB  চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋন সুবিধাপ্রদান করা।

নারী উন্নয়ন ও সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ও দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের  (NSAPR) আলোকে নারী উন্নয়ন নীতিমালা কার্যক্রম বাস্তবায়ন করা।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারী উন্নয়নে গৃহীত সরকারি/বেসরকারি উদ্যোগ ও কার্যক্রমের সমন্বয় করা। নারীবান্ধব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
VWB কর্মসূচি 

: বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসুচি (Safety net programme) দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য দুই বৎসর ব্যপি বা ২৪ মাস প্রতি নারী প্রতি মাসে ৩০ কেজি খাদ্যশস্য ও প্রশিক্ষণ পেয়ে থাকেন। VWB কর্মসূচির মোট সুবিধাভোগীর সংখ্যা ২৯৩৮ জন।
দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি : দরিদ্রমা ও শিশু মৃত্যু হার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি, গর্ভাবস্থায় উন্নত পুষ্টি উপাদান গ্রহণ বৃদ্ধির লক্ষ্যে “দরিদ্র মা”র জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুবিধাভোগীর সংখ্যা ১৪০৮ জন।
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম: বিত্তহীন ও দরিদ্র মহিলাদের উৎপাদনমূখী কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কর্মসূচি: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা রোধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিটি গঠন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ইউনিয়ন পর্যায়েও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন, নিয়ন্ত্রন ও অনুদান বিতরণ: স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের নিবন্ধন প্রদান ও তদারকিসহ তাদের মধ্যে বাৎসরিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা পর্যায়  মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ ( উপজেলা পর্যায়): গ্রামীন দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে টেইলারিং এবং ব্লক-বাটিক এই দুটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি: শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাঁদের শিশু- দের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারভোগী দরিদ্র মা’দেরকে ০২ (দুই) বছর ব্যাপি প্রতিমাসে ৫০০/-টাকা করে ভাতা প্রদান করা হচ্ছ।